Post# 1587646449

23-Apr-2020 6:54 pm


তারাবি :


মসজিদ খুলবে না ধরে নিচ্ছি। প্রথম দিকে আল্লাহর একটা পরিক্ষা ছিলো যেটায় আমরা ফেইল। এখন এই শাস্তি কতদিন আল্লাহ তায়ালা রাখবেন এটা উনার ইচ্ছা। আমার অন্তরকে যেন আল্লাহ তায়ালা পরিষ্কার রাখেন মু'মিনদের দোষ ধরা থেকে।


বেতেরের নামাজের সুন্নাহ হলো সুরা সাব্বিহ ইসমাহ প্রথম রাকাতে পড়া। এই সুরার অন্য নাম সুরা আ'লা। ২৯ পারার প্রথম সুরা থেকে সাব্বিহ ইসমাহ এর আগের সুরা পর্যন্ত ঠিক ২০ টা সুরা আছে গুনে। তাই তারাবির ২০ রাকাতে এই ২০ টা পড়লে ঠিক দেড় পারা পড়া হবে। কারন সাব্বি হিসমা পারার ঠিক অর্ধেকে।

এভাবে প্রতিদিন একই ২০টা সুরা। ভুল বা কনফিউশন হবার সম্ভাবনা কম। কারন ১ রাকাতে ১ সুরা। শেষে পরের সুরা সাব্বিহ হিসমা বেতেরে।

আর বেতেরের ২য় ৩য় রাকাতের সুন্নাহ হলো সুরা কাফিরুন আর ইখলাস পড়া।


কেউ সংক্ষেপে পড়তে চাইলে স্টেন্ডার্ড নিয়ম হলো সুরা ফিল থেকে নাস পর্যন্ত ১০ টা সুরা দিয়ে দুই বারে ২০ রাকাত পড়া। মসজিদে সুরা তারাবিতে এভাবে পড়ে।


তারাবির রাকাত সংখ্যার উপরে একটা পুরানো পোষ্ট।

https://www.facebook.com/habib.dhaka/posts/10153689410918176

ব্যসিক্যলি বলছে সাহাবা এবং তাবিদের সময় সবাই ২০ রাকাত করে পড়তেন। বা কিছু বেশি।


ফিকাহ সংক্ষেপে হলো :

হানাফি : ২০ রাকাত।
সালাফি : ৮ রাকাত।

প্রতি বছর কাবায় ২০ রাকাত করে পড়ে। এই বছর প্রথম ১০ রাকাত পড়বে।

জাজাকাল্লাহ।

23-Apr-2020 6:54 pm

Published
23-Apr-2020