"এবার রমজানটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান"
"এই রমজানটা হবে আপনার ঘর আলোকিত করার রমজান"
"দেখে নিন নামাজে কোন জায়গায় আপনি দাড়াবেন আর কোনো জায়গায় আপনার স্ত্রী দাড়াবে"
"এই রমজানে আমরা সেই আদি যুগের সুন্নাহ অনুসরনের সুযোগ পেয়েছি যখন মানুষ তাদের ঘরে আমল করতো"
মনে হচ্ছে আমি নিজে খুব বেশি তিক্ত অন্তর হয়ে যাচ্ছি। মুসলিমদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কেমন যেন সবার বিরুদ্ধেই।
এটা আমার জন্য ক্ষতিকর, ধ্বংশাত্মক। আল্লাহ তায়ালা আমার অন্তরকে পরিষ্কার করুন। নয়তো আমার ধ্বংশ।
যতটুকু ডানে চলা উচিৎ ততটুকু ডানে যেন চালান।
যতটুকু বাম ততটুকু বামে যেন চালান।
এটাই সিরাতাল মুসতাকিম।