Post# 1587577768

22-Apr-2020 11:49 pm


"আমাকে জ্বিন ধরেছে কিনা কি করে বুঝবো?"

দেখেন কোরআন শরিফ থেকে দীর্ঘক্ষন তিলওয়াত করতে পারেন কিনা। লম্বা সুরাগুলো বসে বা নামাজে। যদি জ্বিনে ধরে তবে প্রথমে তারা তিলওয়াত বন্ধ করে দেয়। এর পরও তফসির পড়তে পারবেন, ব্যখ্যা করতে পারবেন, ছোট আয়াত বলতে পারবেন, কিন্তু লম্বা সময় তিলওয়াত করতে পারবেন না।

"এটা বুঝার দরকার কি? জ্বিন হোক আত্মা হোক আমাকে ভালো উপদেশ দিচ্ছে"

ভালো উপদেশগুলো দিচ্ছে আপনার নিয়ন্ত্রন নিতে। যেহেতু জীন সরাসরি মানুষদের জগতে এসে কাজ করতে পারে না। আপনি তার অনুগত হয়ে গেলে আপনাকে দিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করাবে যার মাঝে দুই একটা হবে কুফরি বাকি সব ভালো।

"বাচার উপায় কি?"

সুরা বাকারা তিলওয়াত করেন কিছুক্ষন প্রতিদিন। মুখস্ত করে ফেলেন। রাতে নামাজে পড়েন শোনা যায় এমন উচ্চ শব্দে। ইনশাল্লাহ জীন পলাবে।

বাকি প্রশ্ন থাকলে নেটে খুজলে পাবেন ইনশাল্লাহ। আমার জানা নেই। জাজাকাল্লাহ।

22-Apr-2020 11:49 pm

Published
22-Apr-2020