Post# 1587576018

22-Apr-2020 11:20 pm


ourislam24 খবর দিয়েছে সৌদি ঘোষনা দিয়েছে শুক্রুবার রমজান কারন আজকে ২৯ শাবান সৌদিতে চাদ দেখা যায় নি। খবরটা মনে হয় ভুয়া।

http://www.ourislam24.com/2020/04/22/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be/

আবার বলছি, সৌদি কোর্ট হুকুম জারি করেছে শাবান মাসের আরম্ভ সৌদিতে ভুল ছিলো তাই তারা ২৯ তারিখের বদলে ৩০ তারিখে চাদ দেখার চেষ্টা করবে। মানে বৃহস্পতিবার রাতে। দেখা গেলে শুক্রুবার রমজান [৯০% সম্ভাবনা আমার হিসাবে] নয়তো শাবান ৩১ দিনে হয়ে শনিবার সৌদি আর আমিরাতে রমজান।

অবিশ্বাস্য? ঠিক না? গাল্ফ নিউজের খবর এখানে আমি উপরে যা বলেছি তা। খুজলে আরো ডিটেইলস পাবেন অন্য সাইটে

https://gulfnews.com/world/gulf/saudi/saudi-arabia-ramadans-crescent-to-be-sighted-on-thursday-1.71096132

আমি "সৌদি ঘোষনা দিয়েছে শুক্রুবার থেকে রমজান" এই খবর এখনো নেটে খুজে পাই নি। সত্যি দিয়ে থাকলে হয়তো আরো কিছু পরে পাবো। যদি দেয় তবে দিবে চাদ না দেখে কোভিডের জন্য স্পেশাল কনসিডারেশনে। অনেক কিছুই হতে পারে।

দেখতে থাকি।

22-Apr-2020 11:20 pm

Published
22-Apr-2020