সময়টা ইনশাল্লাহ ব্যয় করার চেষ্টা করবো বিভিন্ন আমল পোষ্ট করার জন্য।
- বহু আমল আছে। সব করা যাবে না। অল্প কয়েকটা পছন্দ করে করি।
- সালাফি আর হানাফি আমলে পার্থক্য আছে। সালাফিদের সব আমল হানাফিদের জন্য চলে। কিন্তু হানাফিদের সব আমল সালাফিদের জন্য চলবে না। নিজে তাহকিক করে নেই।
- তাহকিক করাকে সহজ রাখার জন্য আমি ইনশাল্লাহ সহি হাদিসের গুলো বলে দেবো যে এটা সহি হাদিসে আছে। এগুলো সালাফিদের জন্য চলে।
- জয়িফ মওজু, স্বপ্নে পাওয়া, বুজুর্গদের কথা শিক্ষা, দলিলহীন এগুলো হানাফিদের জন্য চলে। কিন্তু সালাফিদের জন্য করলে গুনাহ হবে।
জাজাকাল্লাহ।
- Comments:
- আগের পোষ্ট। দোয়ার উপর।
https://www.facebook.com/habib.dhaka/posts/10156449468228176