এর পর এখন আরমান ভাই থেকে আমার কি শিক্ষনীয় আছে?
প্রথম কথা, উনি নিজেকে মাহদি দাবি করেন নি, এখনো। কিন্তু কথায় সন্দেহ করার কারন আছে। নয়তো উনি বলতেন "মাহদির সাথে আমরা যোগাযোগ করছি" "আমরা খবর নেয়ার চেষ্টা করছি কে মাহদি" -- এগুলো কিছু বলছেন না।
তাই অন দা পয়েন্ট আসি আমার শিক্ষনীয় কি?
এত বড় বুজুর্গ। এত ইবাদত করেন। এত আল্লাহ ওয়ালা। এর পরও উনার এই অবস্থার কারন কি?
আর উনার যদি এই অবস্থা হয় তবে আমার কি পরিনতি হবে?
হাশরে দাড়িয়ে দ্বিতীয়বার কিছু সংশোধনের সুযোগ নেই। যেভাবে দুনিয়া শেষ করে এসেছি ঠিক সেটাই। অনন্তকালের ফয়সালা যে আগুন কখনো শেষ হয় না।
কিসে পরিত্রান? কিসে আল্লাহকে সন্তুষ্ট করে সমাপ্তি?
নিজেকে অসহায় মনে হয়।
মনে হয় নিজের মুক্তি নেই।
নিরাশার একদম তলানিতে যখন ঠেকে যাই।
এর পর আশার কথা আছে, কিন্তু নিশ্চয়তা নেই।
প্রশ্নটা অনন্তকালের যেহেতু।