Post# 1587465808

21-Apr-2020 4:43 pm


যাই হোক, মাওলানা শফি সাহেব আবার "ডিগবাজি দিয়েছেন" [আমাদের মানহাজিদের ভাষায়] এখন উনার আগের ঘোষনা যেটা সরকার মসজিদ বন্ধ করার একই দিনে নিজের পেডে ছাপিয়ে পাঠিয়েছিলেন আর এইটার মাঝে কি পার্থক্য সেটা দেখতে হবে।

দেখতে থাকি। নিজের গুনাহর জন্য ইস্তেগফার করি। যে দিকে আল্লাহ নিয়ে যান। নিজে বেশি ফালাফালি না করি।

উনার দিকে প্রত্যাবর্তন।

লিংক কমেন্টে।

21-Apr-2020 4:43 pm

Published
21-Apr-2020