প্রথমে আমাদের ১০ দিনের বন্ধ দেয়ার পরে যখন বলেছিলাম এটা রমজানের আরম্ভ পর্যন্ত টানবে -- তখন সবাই বলা আরম্ভ করেছিলো "আমি নাকি ভন্ড, মাজার পুজারি", তাহেরির ভাষায়।
গতকাল একজনকে বললাম এটা মনে হয় রোজার ঈদ পর্যন্ত টানবে। সে বলে রোজার ঈদ না কোরবানীর ঈদও পার করে দেবে। আমার থেকে আরো এক কাঠি বেশি।
আজকে বাজারে বললাম, সবাই বললো এর অপেক্ষাতেই সবাই চলছে। নতুন কোনো কথা না।
এই না যে লকডাউন কমছে। দিনে দিনে আরো শক্ত হচ্ছে। এখন সরকার চাইলেও তুলতে পারবে না, পাবলিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে লকডাউন চেয়ে।
দেখতে থাকেন।
শেষে আমার শিক্ষা?
এবসার্ড কিছু ক্লেইম করার পরে, তর্কে নেমে আমার লাভ নেই।
বরং উল্টো বিপরিত মতকে ব্লক করে দিলে লাভ।
সে ফালাতে থাকবে, কিন্তু পোলাপান ফালাবে যাই বলি না কেন :-)