"যদি আমি বিশ্বাস করি কেউ একজন মাহদি, কিন্তু সে মাহদি না, তবে কি আমার ক্ষতি আছে?"
শুধু বিশ্বাসে ক্ষতি নেই। কেবল নিজেকে প্রতারিত মনে করবেন কিছু দিন পরে যখন বুঝবেন সে আসলে না। কিন্তু তার কথায় যদি কাউকে হত্যা করে বসেন তবে হত্যার গুনাহ আপনার মাথার উপর ঝুলতে থাকবে হাশর পর্যন্ত।
তাই পেসিভলি করেন। দূর থেকে করেন। এত দূরে যে দলের কেউ আপনাকে দলের পক্ষ থেকে হুকুম জারি করতে পারবে না। যখন দেখবেন কেউ হুকুম দিচ্ছে "এই করেন" "ওই করবেন না" বুঝবেন আপনি দলে ঢুকে গিয়েছেন, তখন শক্তি দিয়ে দূরে চলে যেতে হবে আপনার মনে না চাইলেও।
দাবি : "সে ভালো। কখনো কাউকে হত্যা করার কথা বলবে না"
যখন সে বলবে তখন বলবে "আমি কখনো আপনাদের জীবন দেবার কথা বলি নি, এখন বলছি" আপনি পিছাতে পারবেন না।
দূরে থাকেন। দূরে থেকে বিশ্বাস করেন। যাই বিশ্বাস করেন।
এখন ফিতনা [মানে কনফিউশনের] সময়।