Post# 1587306164

19-Apr-2020 8:22 pm


বলছিলাম ভেন্টিলেটরে নেয়া রোগিরা বাচে না। আজকে খবর দেশে এখন পর্যন্ত ৯ জনকে নেয়া হয়েছে, তার মাঝে ৮ জন মারা গিয়েছে। লিংক কমেন্টে। বস্তুতঃ অবস্থা যদি এত খারাপ হয় যে ভেন্টিলেটরে নিতে হবে, তবে সে ততক্ষনে মৃত্যুর রাস্তায় চলে গিয়েছে। হাসপাতালে হাসপাতালে ভিক্ষা করে আর ফেসবুকে পোষ্ট দিয়ে আবেদন তুলে লাভ নেই।

মেনে নেই, এটাই নিজের শক্তির পরিচায়ক। ক্ষমতা আছে এটা শক্তি না। আগে হয়তো ক্ষমতার দাম ছিলো, এখন আর নেই।

ভেন্টিলটরের বদলে অক্সিজেন সিলিন্ডার কাজ করে। একটা সংগে রাখতে হবে। সিচুয়েশন খারাপ হলে বিছানায় উপুড় হয়ে শুয়ে মাথা বের করে চেয়ার টেনে অক্সিজেন ছেড়ে রাখতে হবে। এথেকে সুস্থ হলে হলো, নয়তো ভেন্টিলেটর বাচাতে পারবে না। ডিটেইলস পাবেন একটা ইংরেজি খবর শেয়ার করেছিলাম কয়েকদিন আগে সেটাতে।

আরো কথা ছিলো, কিন্তু বললাম না। লিংক কমেন্টে।

    Comments:
  • http://rtnews24.net/letest-news/72982
  • // প্রশ্নের উত্তর দিচ্ছি না। গুগুল করে কিছু জানার থাকলে জেনে নিতে পারেন। এটা রিলায়েবেল। আমার উত্তর আনরিলায়েবেল। আপনার কথাও আমার জন্য আন রিলায়েবেল।

19-Apr-2020 8:22 pm

Published
19-Apr-2020