আল্লাহ তায়ালার ৯৯ টা নাম :
(১) আল্লাহ্ -- মহিমাময় আল্লাহ্ (২) আর্ রাহমান -- দয়াবান । (৩) আর্ রাহীম -- পরম দয়ালু (৪)আল্ মালিক -- অধিপতি (৫) আল্ কুদ্দুস -- পবিত্র (৬) আস্ সালাম -- শান্তি (৭) আল্ মুমিন -- নিরাপত্তা বিধায়ক (৮) আল্ মুহায়মিন -- রক্ষক (৯) আল্ আযীয -- পরাক্রমশালী (১০) আল্ জাব্বার -- প্রবল (১১) আল্ খালিক -- সৃজনকর্তা (১২) আল্ বারিউ -- উদ্ভাবন কর্তা (১৩) আল্ মুসাওবির -- রূপদাতা (১৪) আল্ গাফ্ফার -- ক্ষমাশীল (১৫) আল্ কাহ্হার --মহা পরাক্রান্ত (১৬) আল্ ওয়াহ্হাব -- মহাদাতা (১৭) আর্ রায্ যাক -- জীবিকা দাতা (১৮) আল্ ফাত্তাহ্ -- মহা বিজয়ী (১৯) আল্ 'আলিম -- মহা জ্ঞানী (২০) আল্ কাবিয -- সংকোচন কারী (২১) আল্ বাসিত -- সম্প্রসারণ কারী (২২) আল্ খাফিয -- অবনমনকারী (২৩) আর্ রাফি -- উন্নয়ন কারী (২৪) আল্ মু'ইযয -- সম্মানদাতা (২৫) আল্ মুযিল্ল -- অপমান দানকারী (২৬) আস্ সামী'উ -- সর্বশ্রোতা (২৭) আল্ বাসীর -- সম্যক দ্রষ্টা (২৮) আল্ হাকাম -- মিমাংসাকারী (২৯) আল্ আদল -- ন্যায়নিষ্ঠ (৩০) আল্ লতীফ -- সূক্ষ্মদর্শী (৩১) আল খাবীর -- সর্বজ্ঞ (৩২) আল্ হালীম -- সহিঞ্চু (৩৩) আল্ আযীম -- মহিমাময় (৩৪) আল্ গাফুর -- ক্ষমাকারী (৩৫) আশ্ শাকুর -- গুণগ্রাহী (৩৬) আল্ আলী -- অত্যুচ্চ (৩৭) আল্ কবীর -- বিরাট - মহৎ (৩৮) আল্ হাফীয -- মহারক্ষক (৩৯) আল্ মুকীত -- ক্ষমতাবান , রক্ষনা বেক্ষন কারী (৪০) আল্ হাসীব -- মহা পরীক্ষক (৪১) আল্ জলীল -- প্রতাবশালী (৪২) আল্ কারীম -- মহা সম্মানী , মহামান্য (৪৪) আর রকীব -- নিরীক্ষণ কারী (৪৫) আল ওয়াসি -- প্রাচুর্যময় (৪৬) আল্ হাকীম -- প্রজ্ঞাময় (৪৭) আল্ ওয়াদূদ -- প্রেমময় (৪৮) আল্ মাজীদ -- গৌরবময় (৪৯) আল বা'ইস -- পূনরুত্থানকারী (৫০) আশ্ শাহীদ -- প্রত্যক্ষকারী (৫১) আল্ হাক্ক্ -- সত্য (৫২) আল্ ওয়াকীল -- তত্ত্বাবধায়ক (৫৩) আল্ কাবিয়্যু -- শক্তিশালী (৫৪) আল্ মাতীন -- দৃঢ়তা সম্পন্ন (৫৫) আল্ ওয়ালীয়্যু -- অভিভাবক (৫৬) আল্ হামীদ -- প্রশংসিত (৫৭) আল্ মুহসী -- হিসাব গ্রহনকারী (৫৮) আল্ মুবদী -- আদি স্রষ্টা (৫৯) আল্ মু'ঈদ -- পুনঃসৃষ্টিকারী (৬০) আল্ মুহয়ী -- জীবন দাতা (৬১) আল্ মুমীত -- মৃত্যু দাতা (৬২) আল্ হায়্যূ -- চিরঞ্জীব (৬৩) আল্ কায়্যূম -- বিশ্বধাতা (৬৪) আল্ ওয়াজিদ -- প্রাপক (৬৫) আল্ মাজিদ -- মহান (৬৬) আল্ ওয়াহিদ -- একক (৬৭) আল্ আহাদ -- এক (৬৮) আস্ সামাদ -- অভাব মুক্ত (৬৯) আল কাদির -- শক্তিশালী (৭০) আল্ মুক্ তাদির -- প্রবল (৭১) আল্ মুকাদ্দিম -- অগ্রবর্তীকারী (৭২) আল্ মু'আখ্ খির -- পশ্চাদবর্তীকারী (৭৩) আল্ আউয়াল -- প্রথম অর্থাৎ অনাদি (৭৪) আল্ আখির -- শেষ অর্থাৎ অনন্ত (৭৫) আয্ যাহির -- প্রকাশ্য (৭৬) আল্ বাতিন -- গুপ্ত (৭৭) আল ওয়ালী -- কার্য নির্বাহক (৭৮) আল্ মুতাআলী -- সুউচ্চ (৭৯) আল্ বার্ র -- ন্যায়বান (৮০) আত্ তাওয়াব -- তওবা গ্রহণ কারী (৮১) আল্ মুনতাকিম -- প্রতিশোধ গ্রহণ কারী (৮২) আল্ আফওউন -- ক্ষমাকারী (৮৩) আর্ রাউফু -- দয়ার্দ্র (৮৪) মালিকুল মুলক্ -- রাজ্যের মালিক (৮৫) যুল জালালি ওয়াল ইকরাম -- মহিমাম্বিত ও মহাত্ম্যপূর্ণ (৮৬) আল্ মুকসিত -- ন্যায় পরায়ণ (৮৭) আল জামি -- একত্র কারী (৮৮) আল্ গনী -- সম্পদ শালী (৮৯) আল্ মুগনী -- অভাব মোচন কারী (৯০) আল্ মানি' -- প্রতিরোধকারী (৯১) আয্ যার -- অকল্যাণকারী (৯২) আন্ নাফি -- কল্যাণ কর্তা (৯৩) আন্ নূর -- জ্যোতি (৯৪) আল্ হাদী -- পথপ্রদর্শক (৯৫) আল্ বাদী -- প্রথম আবিষ্কারক (৯৬) আল্ বাকী -- চিরস্থায়ী (৯৭) আল্ ওয়ারিস -- সত্বাধিকারী (৯৮) আর্ রশীদ -- সত্যদর্শী (৯৯) আস্ সবূর -- ধৈর্যশীল ।