Post# 1587287507

19-Apr-2020 3:11 pm


এবার শাবান-রমজান তারিখ ও চাদ দেখা :


সৌদিতে শাবান মাস আরম্ভ হয়েছিলো আমাদের দুই দিন আগে। ভারত-পাকিস্তানে আমাদের আগের দিন। বাংলাদেশে এর এর পরের দিন।

তাই সৌদিতে চাদ দেখার চেষ্টা হবে বুধবার সন্ধায়। না দেখা গেলে বৃহস্পতি বার বাই ডিফল্ট। ঠিক? না ভুল।


এখন আরবিতে লিংক যেখানে বলা হচ্ছে সৌদি কোর্ট বলছে শাবান মাসের আরম্ভ ভুল ছিলো। চাদ না দেখে করা হয়েছে তাই বৃহস্পতিবার চাদ দেখার চেষ্টা হবে। না দেখা গেলে শুক্রুবার সন্ধা থেকে রমজান।

https://www.facebook.com/photo.php?fbid=2856679687702595&set=a.177688255601765&type=3&theater

আরবি না জানলে ট্রান্সলেটর ব্যবহার করেন। আমি যেটা করি।


এটা কমন জিনিস সৌদিতে। সারা বছর উম্মুল কুরা ক্যলেন্ডার ব্যবহার করবে। যেটার সাথে চাদ দেখার সম্ভাবনা নেই, বরং জ্যতিরবিদ্যার ঠিক আমাবস্যার তারিখ দিয়ে করা হয়। এর পর রমজান-ঈদের জন্য সত্যি সত্যি চাদ দেখার চেষ্টা করবে, কারন চাদ দেখে রোজা রাখা আর ভাঙ্গার কথা হাদিসে এসেছে।


আমার habibur.com এর সাইটের ক্যলেন্ডার মাঝে মাঝে মনে করি উম্মুল কুরার মেথডে দেখাবো কিনা। এর পর যখন দেখি তাদেরও তারিখ বদলায়। এই কারনে তখন বুঝি দরকার নেই। মেথডের এই ‌‌লাফালাফি চলতে থাকবে। আমি এভারেজটা দেখাচ্ছি, সেটাই থাক।


তবে শবে বরাত "আসলে কবে" ছিলো? "আসলে কবে" প্রশ্ন করলে এটা সারা জীবনই ডিবেটেব্যল থাকবে। আল্লাহ জানেন। যে এলাকায় যে দিন পালন সেখানে সেদিনই।

তবে আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি প্রতিবছর চেষ্টা করি সৌদির তারিখ ধরে যেদিন ১৫ তারিখ সেদিন বিশেষ করে দোয়া-ইবাদত করতে। কারন এটা শরিয়তের কিছু না। আমার ইচ্ছা। সে হিসাবে মঙ্গলবার দিবাগত রাতে স্বাভাবিকের দ্বিগুন নামাজ পড়েছি, যেদিন সৌদিতে শবে বরাত। রাতটা আমার কাছে বিশেষ কিছু মনে হয় নি।

পরের রাতে নরমাল ইবাদত কিন্তু মনে হচ্ছিলো দোয়াগুলো যেন কবুল হচ্ছে।

এর পরের তৃতীয় রাতে ছিলো আমাদের দেশে শবে বরাত। সেদিন নরমালই লেগেছে।


উপরের ৫ নং পয়েন্টের কিছু শরিয়তের দলিল না। দলিল হলো সরকারি ডিকলারেশন আর এলাকার মানুষ যে দিন পালন করে।

যে যা বুঝলেন। এর উপর কোনো প্রশ্নের জবাব দিতে পারছি না বলে দুঃখিত। আমার জানা নেই।

জাজাকাল্লাহ।

19-Apr-2020 3:11 pm

Published
19-Apr-2020