আমল : "সব শেষ"
হয়তো কোনো নেক কাজ করছিলাম আন্তরিক ভাবে, শেষে এসে এমন কিছু করে ফেলেছি যে সব শেষ।
কমন ঘটনা।
বাস্তবতা হলো আমার অন্তর দুমড়ে মুচড়ে গিয়েছে, এটাই বড়। কিন্তু সব শেষ না। এই ভাংগা চোড়া আমল নিয়েই আল্লাহর দরবারে হাজির হবো বাকিটা উনি দেখবেন।
আমার আত্মতুষ্টির সাথে পারফেক্ট আমল নিয়ে আসার থেকে হয়তো, শুধু হয়তো উনি পছন্দ করেছেন যে আমি এই ভাঙ্গা আমল, ভাঙ্গা অন্তর নিয়েই উনার সামনে হাজির হবো। সেটা আমার জন্য ভালো।
জীবনে এরকম বহু বার হয়, বহু বার হয়েছে। একারনে নিজের সব ছিড়ে না ফেলি। ভুলটা নিয়েই উনার সামনে হাজির হই, "এখন আপনার করুনা।"
এটাই আমল।
উনি দেখবেন।