এখন আলোচনায় না যাই।
সময়টা বিভ্রান্তির। ডানে বামে প্রচুর বিভ্রান্তি। নিজের আকিদা বিশ্বাস নিয়ে থাকি। এই মুহুর্তে নিজেরটা প্রচার করতে গেলে বিপদ। অন্যেরটা গ্রহন করতে গেলেও বিপদ।
কিন্তু মানুষ নিজের ব্যখ্যা, নিজের মত, নিজের ধারনা প্রচার করার জন্য মরিয়া হয়ে থাকবে, কারন এগুলো তার কাছে "হক", "জানিয়ে দেয়া কর্তব্য", "আমরে বিল মা'রুফ" এর অংশ। প্রচার না করলে সে নিজে গুনাহগার।
তাই তার দায়িত্ব তার নিজের ব্যখ্যা বুঝের কথা সে আমার কাছে প্রচার করবে।
আমার দায়িত্ব তার ব্যাখ্যা থেকে আমি নিজেকে রক্ষা করবো।
এই ফিতনা চলে গেলে বুঝা যাবে কে সঠিক ছিলো।
এখন যে কেউ ভুল হতে পারে। আমিও।
এটা মাথায় রেখে চলি।