Post# 1587128506

17-Apr-2020 7:01 pm


অভিযোগ : "তুমি যে প্রচন্ড অহংকারি, সেটা জানো?"


বললাম, কেন?

"কেউ কিছু বললে সেটা গ্রহন করো না। তুমি মনে করো তুমি যেটা বলো সেটাই ঠিক। এরা হলো অহংকারি। হক কথা গ্রহন করে না।"

কিন্তু এগুলো তো মাজহাব, মানহাজ, মাসলাক, আকিদার বিষয়। আমি আমারটাই গ্রহন করবো -- এটাই তো নিয়ম জানি। নাকি আরেক জনেরটা গ্রহন করবো?

"এই যে। এই টাই হলো অহংকারের নিদর্শন..."


ফ্লাস ব্যক। যখন স্কুলে পড়তাম। "আগে কি সুন্দর দিন কাটাইতাম" এর যুগে। ছেলেরা স্কুলের মেয়েদের হাতে প্রেম পত্র গুজে দিতো। কারন ফেসবুক ছিলো না। চিঠি পড়ে অনেক মেয়ে ঢলে পড়তো। কিছু মেয়ে ছিলো "অহংকারি"। টলতো না।

পরের চিঠি : "মেয়ে, তোমার এত অহংকার কেন? তোমার কি আছে? এই সৌন্দর্য, এটা আল্লাহর দেয়া। আর তোমার টাকা? এটাও তোমার বাবার।"

তবে এই মেয়েকে নিরহংকারি হতে হলে কি করতে হবে? ঠিক! ঐ ছেলের গায়ে ঢলে পড়তে হবে। তবে সে অহংকারি না।


বর্তমানে আসি। কি যেন বলছিলাম....?

ওহ! আমি অহংকারি।

অহংকারিরা জান্নাতে যেতে পারবে না।

আচ্ছা, কি বলছিলেন যেন? অহংকারী না হতে হলে তবে আমাকে কোন আকিদায় ঢলে পড়তে হবে?

17-Apr-2020 7:01 pm

Published
17-Apr-2020