অভিযোগ আমার বিরুদ্ধে : "এই লোক কেবল নিজেই বলবে। আর কাউকে বলতে দেয় না। প্রচন্ড অহংকারি। কিছু বললেই ব্লক করে দেয়!"
ওহ! দুঃখিত।
তবে এটা আমার দোষ না। বা আমার অহংকারের কারনে না। এটা মনে হয় ফেসবুকের সফটওয়ারে কোনো সমস্যা।
আপনি জুকারবার্গের কাছে একটা বাগ রিপোর্ট সাবমিট করেন যে ফেসবুকে "সানজির হাবিব" নামে একটা আইডি যদি আমাকে ব্লক করে দেয় তবে আমি আমার নিজের ওয়ালেও কিছু পোষ্ট করতে পারি না।
আরেকজন আমাকে ব্লক করলে ফেসবুক কেন আমার জন্য পুরো বন্ধ হয়ে যাবে? সে কে? আমি কেন নিজের ওয়ালে এর পর থেকে কিছু পোষ্ট করতে পারবো না? এমনটা হওয়া উচিৎ না। বাগ। ফিক্স করতে হবে।
তবে আমি এই বাগটা পাই নি। আরেক জন আমাকে ব্লক করলেও নিজের ওয়ালে আমি সব সময় পোষ্ট করতে পারি।
জাজাকাল্লাহ। :-)