জুম্মার শহরে মসজিদে জুম্মা হলে অন্য জায়গায় জোহরের জামাত করা যায় না। একা একা পড়তে হয়।
তবে আজকে জোহর কি জামাত করবো নাকি করবো না?
আলেমদের মতে এই ৫ জনের জুম্মা ভেলিড, এটা জুম্মা হচ্ছে। আমার মতে হচ্ছে না। কারন সবার প্রবেশের পারমিশন নেই।
প্লাস বাইতুল মুকাররম ছাড়া বাকি সব মসজিদ চেইন আটকানো। ভেতরে থিউরিটিক্যল ৫ জনের জামাতের কথা কাজীর কিতাবে আছে, সত্যিকারে মসজিদে নেই ওয়াক্তিয়া নামাজেও।
তবে আজকে কি করবো চিন্তা করছি
১। জুম্মা পড়তে পারছি না সেই কষ্টে জোহর হয় একা একাই পড়লাম। এর পর এই কষ্টের জন্য আল্লাহর কাছে সোয়াবের আশা।
২। এই সব সোভিয়েত রাশিয়া ষ্টাইলের মসজিদের জুম্মা আসলে কোনো জুম্মা না ধরে নিয়ে জোহর জামাত করতে পারি।
৩। জায়নামাজ নিয়ে গিয়ে মসজিদের বাইরে জুম্মা হয় কিনা দেখতে পারি। পুলিশের বাড়ি আর তাড়ানি খেয়ে। তবে এটা অনুচিৎ এবং আমার জন্য বাড়াবাড়ি হবে ধরে নিচ্ছি।
কোনটা করবো এখনো স্বিদ্ধান্ত নেই নি। তবে সন্দেহের ক্ষেত্র যেহেতু, তাই হয়তো যে কোনোটা করলেই সব সমান হবে।
- Comments:
- শেষে একা একা জোহর পড়লাম। জুম্মার প্রতি সম্মান দেখিয়ে।