আমার প্রেডিকশন :
হজ্জ আবার চালু হতে : ৮ বছর।
মানে সাধারন এবং বাংগালিদের জন্য যখন হজ্জ আবার উন্মুক্ত। আমাদের বাংলা আইন স্টাইলে ৫ জন নিয়ে হজ্জ করে "এই তো হজ্জ চালু আছে" না।
এই দেশে মসজিদ আবার খুলতে : ২ বছর।
কিন্তু সেটাও আন অফিসিয়ালি জনগন লুকিয়ে বা জোর করে করবে। সরকারি নিষেধ থাকবে। লুকোচুরি চলতে থাকবে।
নিজেদের মসজিদে না যাওয়া যাদের সন্তুষ্ট করতে পারে নি। অন্যদের মসজিদে যাওয়া বন্ধ করে মসজিদে জামাত বন্ধ করতে যারা প্রথম থেকেই উঠে পড়ে লেগেছিলো তাদের একজন একজন করে চুপে চুপে মসজিদে আবার ফিরে আসা : ৪ বছর।
সরকারি ভাবে মসজিদ খুলা : কখনোই না।
আমি যেন ভুল প্রমানিত হই।