Post# 1587051617

16-Apr-2020 9:40 pm


আমল :‌ চিন্তা করা


হাদিসে জিব্রীল : রাসুলুল্লাহ ﷺ জিব্রীল আঃ কে জিজ্ঞাসা করলেন "তবে ইহসান কি?" জিব্রীল আঃ জবাব দিলেন "এমন করে আল্লাহর ইবাদত করো যেন তুমি উনাকে দেখছো। আর যদি তুমি না দেখো তবে উনি তোমাকে দেখছেন।"

ইবাদত। যার প্রথম হলো সালাত।


সুরা আর-রহমান : "যে আল্লাহর সামনে দাড়াতে ভয় করে তার জন্য দুটো জান্নাত।" এর পর ঐ জান্নাতের বর্ননা শেষ করে আল্লাহ তার সম্পর্কে বলছেন "এহসানের প্রতিদান এহসান ছাড়া আর কি?"

এই এহসানের সাথে ১ নং পয়েন্টের এহসান মিলান। কি চাওয়া হয়েছে।


ইবাদত। মাঝে মাঝে চুপ চাপ বসে আল্লাহর কথা চিন্তা করা। যে আমি উনার সামনে বসে আছি। যেন আমি উনাকে দেখছি। এখানে চিন্তাটা আসল। এর পর কি পড়বো এটা ধিরে ধিরে বুঝতে পারবো।


এক বুজুর্গের মৃত্যুর পরে স্বপ্নে দেখে কেউ তাকে জিজ্ঞাসা করলো আপনি কোন আমল সবচেয়ে উপকারি পেয়েছেন? এরকম অনেক বর্ননা আছে বিভিন্ন উত্তর দিয়ে বিভিন্ন জনের থেকে। কিন্তু এই বুজুর্গ বললো "চিন্তা করা"। আল্লাহর কথা আল্লাহর সৃষ্টির কথা। "আমাকে তবে কি করতে বলবেন?" "তুমিও চিন্তা করো।"


ইবাদত করার জন্য জীন আর ফিরিস্তাও আছে। কিন্তু চিন্তা করার ক্ষমতা আল্লাহ তায়ালা মানুষকে দিয়েছেন সবচেয়ে বেশি। সে আল্লাহর সৃষ্টি দেখবে, আল্লাহর কথা চিন্তা করবে, আর আল্লাহর প্রশংসা করবে।

16-Apr-2020 9:40 pm

Published
16-Apr-2020