Post# 1587038569

16-Apr-2020 6:02 pm


Note to self :


আল্লাহ না করুন করোনা ধরলে আইসিইউ না খুজতে যাই। আইসিইউতে যারা যায় তাদের বেশির ভাগই সুস্থ হয় না। হয় মারা যায়, নয়তো আইসিইউতে লাগানো অবস্থায় বেচে থাকে যতদিন হুকড। প্রেসারাইজড ভেন্টিলেটরে লাগানো রোগির ১০০ জনে শেষে বেচে থাকে ৩ জন মাত্র, ইটালির হিসাবে।

https://www.npr.org/sections/health-shots/2020/04/02/826105278/


অসুস্থ হলে টেষ্ট করা বা জানার জন্য পাগল না হই। আমার করোনা কিনা এটা জানা দ্বারা আমার চিকিৎসা কিছু বদলাবে না। এই না যে ভিন্ন ঔষুধ খেতে হবে বা অন্য চিকিৎসা আরম্ভ করতে হবে।


গনস্বাস্থের টেষ্ট কিট বাজারে ছাড়লে, আর এটা কাজ করলে, আর এই টেষ্ট সমস্ত গায়াগনস্টিক সেন্টারে করালে তখন করার ইচ্ছা আছে। করোনার এন্টিবডি টেষ্ট। যদি পজিটিভ আসে তবে আগে কোনো এক সময়ে কখনো আক্রান্ত হয়েছিলাম বুঝতে হবে। এটা জানা দ্বারা অনেক কিছু বদলাবে ইনশাল্লাহ।

16-Apr-2020 6:02 pm

Published
16-Apr-2020