Post# 1587016761

16-Apr-2020 11:59 am



খবর মিস করেছি : গত শুক্রুবার শহরের সবগুলো মসজিদে সরকার সরকারি চেইন তালা এনে লাগিয়েছে দিয়েছে।

পাশের এক মসজিদের কথা শুনছিলাম এরকম করেছে। কিন্তু এটা যে সব মসজিদে করা হয়েছে তখন বুঝি নি।

আরেক স্বপ্ন পূর্ন হলো সরকারের। আমাদের অনলাইন জ্ঞানি-গুনিদের। আর শীর্ষস্থানীয় আলেমদের। ব্যসিক্যলি সবার।

সমাজ সেবায় নিয়োজিত থাকা আমাদের বেনামাজি মুসলিমদের কথা বাদ দিলাম।


কয়েক বছর আগে পড়েছিলাম আন্দালুসের প্লেগে মসজিদে চেইন তালা দেয়ার কথা। শেয়ার করতে চেয়েছিলাম এই বলে "দেখেন আল্লাহ তায়ালা যদি কোনো জাতির ধ্বংশ চান তবে কি করেন... তাই ভয় করি এখনই আমল আর ইস্তেগফারে সময় দেই।"

শেয়ার করি নি। কারন এমনি প্রতিদিন প্রচুর স্টেটাস পোষ্ট করা হয়। নিজের টাইমলাইনে জায়গা নেই। আর জিনিসটা ছিলো এতটাই অবিশ্বাস্য আর ভিতিকর, যে এর থেকে কোনো শিক্ষা নেয়ার নেই।

এখন সেই অবিশ্বাস্য আপদ আমাদের উপর। দুনিয়ার উপর।


তবে মসজিদ খুলে দেবে না?
হজ্জ আবার চালু হবে না?

একটা হাদিসে আছে তোমরা সুযোগ পেলেই প্রথমে হজ্জ করে নিয়ো কারন হজ্জ বন্ধ হয়ে গেলে আর সুযোগ পাবে না।

তবে নিয়তের জন্য সোয়াব নিশ্চই পেয়ে যাবো? "আজকে যদি হজ্জ চালু থাকতো তবে আমি করেই দেখিয়ে দিতাম"

দুর্যোগের সময় সামনে আসছে সবাই জানতো। প্রতি বছরই ধারনা করতাম সমনের বছরের জন্য যারা টাকা জমা দিয়েছে তারা আর হজ্জ করতে পারবে না।

পার্থক্য : আশংকা ছিলো যুদ্ধ থেকে হবে। হয়েছে মহামারি থেকে।

    Comments:
  • FAQ : এত আবেগ প্রবন লিখা লিখার দরকার নেই। সব কালকে খুলে যাবে ইনশাল্লাহ। এত ভয় পান কেন?

    উত্তর : তথাস্তু। কালকে না হলে সামনের সপ্তাহে নিশ্চই?

16-Apr-2020 11:59 am

Published
16-Apr-2020