Post# 1586875235

14-Apr-2020 8:40 pm


ফেসবুকে কথা : "একজন ২০০ বস্তা চাল কিনে রেখেছে আগে থেকে। সে ডিসেম্বর-জানুয়ারিতে জানতো এরকম হবে। তাই দান করার জন্য"

ভালো। কিন্তু সে দান করবে কখন? কতটুকু? এখনই সব দান করে ফেলতে পারে। এর পর দেখবে ৮ মাস পর তার গেটের পাশে মানুষ না খেয়ে ধুকে ধুকে মরছে।

বা ৮ মাস পরে অবস্থা আরো খারাপ হবে ধরে নিয়ে এখন অল্প অল্প করে দান করতে পারে, পরে ৪ মাস পরে দেখলো পরিস্থিতি স্বাভাবিক। দরকার ছিলো কেবল এখন যখন সে দান করে নি এত প্রিপারেশন নিয়েও। আফসোস।

এই অনিশ্চয়তাটা। এটা সবচেয়ে বড় সমস্যা। কেউ জানে না কত দিনের জন্য কি আসছে।

    Comments:
  • // যারা আমার স্টেটাস ফলো করেন কেবল দানের খবরের জন্য। আমি জানি না কে সে। কোথাও পড়েছি। ফোন করে লাভ নেই।

14-Apr-2020 8:40 pm

Published
14-Apr-2020