Post# 1586870611

14-Apr-2020 7:23 pm


ফরজ আর সুন্নাহতে পার্থক্য আছে।

মসজিদে এখন এই সময় শুধু ফরজ পড়ে চলে এসে একা একা সুন্নাহ পড়তে হবে। ফরজ আর সুন্নাহকে যারা এক ধরে। তাদের কাজে বা দাবিতে -- তাদের জন্য এই ভাইরাস একটা ফিতনা।

সুন্নাহ না পড়ে সে মসজিদ থেকে আসতে পারছে না কারন সুন্নাহ ফরজের মতোই। যারা "সুন্নাহ না পড়ে মসজিদ থেকে দৌড় দেয়" তাদের সারা জীবন গালি দিয়ে এসেছে। এখন কি সে নিজেই সেরকম হবে?

হয় ফরজ আর সুন্নাহ সব পড়বে নয়তো সব ছাড়বে।

শিক্ষা : যারা সুন্নাহকে ফরজের মতো গুরুত্ব দিয়ে আদায় করে, তারা রাসুলুল্লাহ ﷺ এর মহব্বতে সুন্নাহর গুরুত্ব বাড়াচ্ছে - তা না। বরং তারা ফরজের গুরুত্ব কমাচ্ছে। পড়লে সব পড়ে, নয়তো কোনোটাই না।

সুন্নাহ আর ফরজ যে সমান তার দলিল : "ওয়া আতিয়ুল আল্লাহা, ওয়া আতিয়ুর রাসুলা..."

তাদের কোনো "সংশোধন" আমার দায়িত্ব না। আমি তাদের ব্যপারে জিজ্ঞাসিত হবো না। নিজে যেন তাদের কথা, আর আবেগ দ্বারা বিচলিত বা প্রভাবিত না হই তার জন্য এই পোষ্ট।

আমার জবাব আমাকে।

14-Apr-2020 7:23 pm

Published
14-Apr-2020