Post# 1586854967

14-Apr-2020 3:02 pm


#হিফজ_টিপস

FAQs :

"কোরআন শরিফ মুখস্ত আরম্ভ করার আগে কি এটা করতে হবে?"

"এই রিসোর্স কোথায় পাবো?"

"ওখান থেকে করলে কি হবে?"

সবগুলোর উত্তর :

এগুলো সব বাজে প্রশ্ন। এবং তারাই করে যারা এই ব্যপারে এখনো কোনো অগ্রসর হয় নি। অনেকটা বসে বসে খোশ গল্প করার মতো প্রশ্ন। নিজে আগিয়ে গেলে বুঝতে পারবেন আপনার জন্য কি করতে হবে। কোনটা আপনি পারছেন। কোনটা পারছেন না। কোথায় রিসোর্স। আমি বসে বসে গল্পের মতো আপনাকে বললে কিছু হবে না।

| "আমি পারবো না, কঠিন।"

পারবেন। আপনি পিএইচডি করে ফেলছেন। ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ে ফেলেছেন। হরমর করে চোস্ত ইংরেজি বলেন। টাইম-নিউজউইক-নেচার নিয়ে গবেষনা করেন। আমেরিকান পলিটিক্সের গভীর বিশ্লেষন করেন। এটা এর থেকে সোজা। আপনি পারবেন।

| "তবে কোথা থেকে আরম্ভ করতে হবে?"

উপরের ১ নং প্রশ্ন দ্রষ্টব্য।

| "আমি ভাই পিএইচডি করি নি, তাই পারবো না।"

কিন্তু নিজেকে পিএইচডি ওয়ালাদের থেকে বেশি বুদ্ধিমান মনে করেন তো, ঠিক? "সুযোগ থাকলে আমিও দেখাইয়া দিতাম!"। এই যে সুযোগ।

14-Apr-2020 3:02 pm

Published
14-Apr-2020