কোভিড যে স্বপ্নগুলো বাস্তবায়িত হয় নি :
লিখছি এই কারনে যে মানুষ বলে ধর্মের ভবিষ্যৎবানি নাকি ফলে না, "ধর্ম কেবল ভয় দেখায়", বরং "বিজ্ঞানের আশার বানী ফলে"।
দাবিগুলো :
"কয়েক দিনের লক ডাউনে রাখলে কোভিড বিস্তার বন্ধ হয়ে যাবে।"
হয় নি।
"তবে কয়েক সপ্তাহের লকডাউন করলে বন্ধ হয়ে যাবে।"
হয় নি।
"তবে কয়েক মাসের?"
তাও হচ্ছে না। অথচ বিজ্ঞান এগুলো দাবি করছিলো এতদিন।
"কোভিড দিনে দিনে কম মারাত্মক হবে। মানুষ মরবে কম, অসুস্থ হবে কম।"
বিজ্ঞানিরা প্রথমে সবাই এই কথা বলেছিলো। হয় নি। বরং খুজলে উল্টো প্রমান পাওয়া যাবে।
"HCQ ঔষুধ এর বিরুদ্ধে কাজ করে। এখন আর কেউ মরবে না"
যে দেশের প্রেসিডেন্ট এই কথা খুব প্রচার করে আশা দেখিয়েছে ঐ দেশের প্রেসিডেন্টের বাড়ি যে শহরে সেই শহরে এখন দুনিয়ার সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে। হয় নি।
"বিজ্ঞানের কাছে কোনো ব্যপার না। টিকা আবিষ্কার করে ফেলবে। কেবল দেয়া বাকি। এখন রোগ কোনো ব্যপার হলো?"
পরের খবর এখনো কোনো টিকা আবিষ্কার হয় নি। হতে আরো দেড় বছর। কমপক্ষে। কিন্তু এটাও স্বপ্ন। না হবার সম্ভাবনাই বেশি। কিন্তু আমরা খবরে পড়তে থাকবো "সেখানে আবিষ্কার হয়েছে" "ওখানে দেয়া হয়েছে" "এই আসলো বলে" এভাবে মাসের পর মাস।
বিশ্বাস যতদিন বিজ্ঞানের উপর।