Post# 1586821982

14-Apr-2020 5:53 am


#হিফজ_টিপস

আমল :

মাসলা মাসায়েল শিখার পরে সবচেয়ে বড় যে ইলমটা অর্জন করা যায় যেটা সবচেয়ে বেশি কাজে লাগে দুনিয়ায়-আখিরাতে সেটা হলো কোরআন শরিফ অর্থ বুঝে মুখস্ত করে ফেলা। ফেসবুকে যত গুরুত্বপূর্ন পিডিএফ থাকুক না কেন, সেগুলো পড়ার থেকে কোরআন মুখস্ত করাটা আমার কাছে বেশি জরুরি।

পিডিএফ পড়ে কারো একটা ব্যখ্যা আপনি জানছেন। মুখস্ত করে নিয়মিত পড়লে সরাসরি নিজে জানছেন।

আরম্ভ করতে হবে আমপারা দিয়ে। শেষ সুরা নাস থেকে আরম্ভ করে প্রথম সুরা আম্মা ইয়াতাসায়ালুন পর্যন্ত একটা একটা করে মুখস্ত।

কিছু টিপস দিতে পারি যেমন সুরা বাইয়িনাহ প্রথমে একটু কঠিন মনে হবে। আমার বাচ্চাদের লেগেছে এক মাস মুখস্ত করতে যদিও অর্ধেক পৃষ্ঠা সুরা। কিন্তু হয়ে গেলে এর পর আবার সোজা। আর শেষের দিকে সুরা নাজিয়াত হয়তো একটু কঠিন মনে হতে পারে, যদিও এটা ছন্দে ছন্দে আছে। ৩০ তম পারা মুখস্ত হয়ে গেলে তাহাজ্জুদে আপনি ১ পারা বা পৌনে এক পারা পড়তে পারবেন ইনশাল্লাহ। তাহাজ্জুদে রেগুলার পড়লে আর ভুলবেন না ইনশাল্লাহ।

লম্বা সময় নিন। দুই বছরে হাফেজ হবার দরকার নেই। সামনের ২০ বছর ধরে টার্গেট করুন। এর পর বিসমিল্লাহ বলে আরম্ভ।

এই ছুটিতে সুযোগ। আল্লাহ তায়ালা সহজ করুন।

    Comments:
  • অধিকাংশ প্রশ্নের কোনো "সঠিক" উত্তর নেই। আপনি যেটা ভালো মনে করেন। অনেকটাই "পাঞ্জাবি পড়বো না কি সার্ট?" এর মতো প্রশ্ন। কিন্তু আপনার কমেন্ট/প্রশ্ন করা দ্বারা ফেইসবুকের অর্গানাইজড গ্রুপের সদস্যরা এখানে এসে প্রপাগান্ডা করার একটা ছুতো পেয়ে যাবে। তাদেরকে এটা না দেই।
  • কমেন্ট মুছে দিচ্ছি। কোনো কোনো কমেন্টকারিদের ব্লক করে দিচ্ছি। দুঃখিত। কমেন্ট করা মানে আপনি ইয়ং। এখনো অল্প বয়সি।

14-Apr-2020 5:53 am

Published
14-Apr-2020