Post# 1586792059

13-Apr-2020 9:34 pm


FAQs :

"আমি জানি দোহার নামাজ আর এশরাক এক না, তারা যে বলে এক?"

"আপনি বলছেন ৮ রাকাতের বেশি পড়া যাবে না। কিন্তু এখানে আছে ২০ রাকাতের কথা।"

"আপনি বলছেন সকাল ৮ টা থেকে, অথচ এশরাক হবার পর থেকেই পড়া যায়।"

"কি করবো?"

"কোনটা ঠিক?"

সবগুলোর উত্তর :

আপনি যেটা ঠিক বলে জানেন সেটা অনুসরন করেন। মানুষের সাথে তর্ক না করে। এসব ব্যপারে তর্কে ক্ষতি। আমলে লাভ। যেটা আপনি ঠিক মনে করেন সেটাই করেন। আরেকজনের স্বিকৃতি নেবার চেষ্টা করবেন না। যে "তাকেও বলতে হবে আমারটা ঠিক, সে এক কথা বলে আমি আরেকটা করবো কেন? তবে তো আমি তার প্রশংসা পেলাম না।"

এখানে প্রশংসা পাবার কোনো ব্যপারে নেই। ঠিক বে ঠিক নিয়ে সারা দিন তর্ক করতে পারেন। কিংবা যেটা ঠিক মনে করেন সেটার উপর আমল করতে পারেন।

| "আমি প্রশংসার কথা বলছি না। আমি নিন্দা যেন না পাই।"

নিন্দা না পাওয়ার ইচ্ছা এক ধরনের প্রশংসা পাবার ইচ্ছা।

জাজাকাল্লাহ।

13-Apr-2020 9:34 pm

Published
13-Apr-2020