আমল :
- প্রতিদিন বেশি করে করবো নিয়ত করে। এক দিন করতে পারলাম, এর পর ছেড়ে দিলাম। কিছু দিন পরে আবার আরম্ভ করলাম। এর থেকে ভালো অনেক কম করে প্রতিদিন করা।
- প্রথম দিকে জজবা বেশি থাকে তাই বেশি করে। পরে কমে আসে। এর পর যেটা থাকে সেটাই তার আসল আমল। সেটা যেন শূন্য না হয়ে যায়।
- আধ্যাতিকতা, ফিলিংস ব্যপারগুলো প্রতিদিন আসবে না। কিন্তু এগুলো নিয়ে বিচলিত না হই। আমল পূর্ন করা আসল, ফিলিংস আসুক বা না আসুক।
এগুলো তাহাজ্জুদ, চাশত, এশরাক, আওয়াবিন, ওজিফা, তিলওয়াত, তাসবিহাত এসবের ব্যপারে বলেছি।
জাজাকাল্লাহ।