নিউজ শেয়ার দিচ্ছি না।
তবে নিজে খবর খুজে দেখি ফসল কাটার লোক পাওয়া যাচ্ছে কিনা। দেশে চাষাবাদ ঠিক মতো হচ্ছে কিনা। না হলে বিপদ।
খুজে দেখি মানুষ চাল খাবার লুট পাট আরম্ভ করছে কিনা। আরম্ভ হলে এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে কিনা।
এর পর অন্য দেশগুলো চাল, গম রপ্তানি বন্ধ করছে কিনা। করলে বিপদ। সব চাল আমরা দেশে উৎপন্ন করি না যেহেতু।
এর পর দেখি জেলা শহর থেকে চালের ট্রাক আটকাচ্ছে কিনা? "আমাদের লাগবে" "অন্য জেলায় পাঠাতে দেবো না" বলছে কিনা। কারন বিক্রি করতে না পারলে চাষিরা নিজের প্রয়োজন ছাড়া পরের মৌসুমে চাষ করবে না।
^^^ উপরের কোনোটাই এখনো হয় নি। হলেও এগুলো বিচ্ছিন্ন, বিস্তৃত করে না।
তবে খেয়াল রাখি ভবিষ্যতের জন্য।