Post# 1586734576

13-Apr-2020 5:36 am


Herd thinking :

- দূর থেকে আলেমদের থেকে শিক্ষা গ্রহন করি। পেসিভলি। আমি শুনছি। উনি সরাসরি আমাকে ব‌লছেন না।

- কেউ সরাসরি আমাকে "এটা করেন" "ওটা করবেন না" বললে বুঝতে হবে আমি তাদের পালের সাথে মিশে গিয়েছি। এখন পালের নেতার হুকুমে আমাকে চলতে হবে।

- অধিকাংশ ক্ষেত্রে যা জানিনা তা কাউকে প্রশ্ন করে জানার দরকার নেই। রাসুলুল্লাহ ﷺ অধিক প্রশ্ন অপছন্দ করতেন। আল্লাহ তায়ালাও অপছন্দ করেন, যেটা কোরআনের বিভিন্ন আয়াতের তফসির বুঝলে পাবেন।

- যতটুুকু সত্যি দরকার উনি জানিয়ে দিয়েছেন। এর বেশি প্রশ্ন করে নিজের স্বাধিনতাকে সিমিত করে না ফেলি। নিজের উপর কঠোর করে নিলে এর জন্য সোয়াব পাবো না, কাজ কঠিন হলেও। আর কঠিনটা মানতে না পরলে গুনাহ। এটা আমার বেশি প্রশ্ন করার পাপ।

13-Apr-2020 5:36 am

Published
13-Apr-2020