ক্ষুধা :
১
এর জন্য জিকির : "সুবহানাল্লাহ", "আলহামদুলিল্লাহ" আর "আল্লাহু আকবার"-এর।
কিভাবে জানলাম? শেষ যুগে ঈসা আঃ যখন তুর পাহাড়ে উঠবেন ইয়াজুজ মাজুজদের ভয়ে তখন এটা হবে মু'মিনদের রিজিক।
২
ইয়ং বয়সে যখন রোজা রাখতাম তখন প্রচন্ড গরম ছিলো, আর দিন লম্বা। কোনো দিন সেহরি না খেতে পারলে, কারন উঠতে পারলাম না, তখন সারা দিন এই জিকিরগুলো করতে হতো সুস্থ থাকতে।
৩
হযরত ফাতিমা রাঃ রাসুলুল্লাহ ﷺ এর কাছে কষ্টের অভিযোগ করলেন। উনি ﷺ বললেন তুমি নামাজের পরে ৩৩ বার করে এই তসবিহগুলো পড়বে।
প্রেকটিশ করে ফেলি।