Post# 1586676122

12-Apr-2020 1:22 pm


মুফতি আব্দুল্লাহ বিক্রমপূরি।
কিছু দিন আগে মারা যান।
তখন খবর : বিভিন্ন পুরানো রোগ...।
আজকে : কোভিড সন্দেহ ছিলো। মারা যান কুর্মিটোলা হাসপাতালে।

শিক্ষা : এখন যারা পুরানো রোগে মারা যাচ্ছেন সেগুলো সব কোভিড বাস্কেটে ফেলতে পারেন। প্রায় সব কথাই তিক্ত।

জানাজা - প্রশংসা - মিডিয়া - কভারেজ - সম্মান?

লাশ থেকে কোভিড ছড়ায় না। কারন কোভিড ছড়ায় মানুষের নিঃশ্বাসে। মৃতের নিঃশ্বাস নেই। কিন্তু পাবলিক ভয় পায় তাই সমস্যা।

আর আমার সম্মান?

আমার লাশ যদি গর্তে ছুড়ে মারে, বা শিয়াল কুকুরে খায় তবে আমার আপত্তি নেই। মৃত্যুর পরে মৃতের প্রসংশা করে মাথায় তুলে নাচে জিবিতরা তাদের পলিটিক্স আর ক্ষমতার জন্য। "তাকে ভালো মানুষ জানতেন? তবে আমাকেও জানুন কারন আমিও তার ভক্ত আপনাদের মতো।"

এই পলিটিক্স থেকে বাচার জন্য আমি সব করতে রাজি। মৃতের জানাজা দেয়া জিবিতদের দায়িত্ব। দেয়া হোক বা না হোক আমি মৃত হলে আমার ক্ষতি নেই।

আল্লাহ তায়ালা যেন আমাকে উনার সামনে দাড় করান যে মাথা নিচু, খালি হাত -- আর কিছু নেই।

কেউ না হয়ে এসেছিলাম। এখনো কেউ না।
আল্লাহর সামনে দাড়াবো তখনো কেউ না।

12-Apr-2020 1:22 pm

Published
12-Apr-2020