একটা স্বপ্ন শেয়ার করেছিলাম কিছু দিন আগে। কেউ বলছে উনি দেখেছেন রাসুলুল্লাহ ﷺ হাতের তলোয়ার দিয়ে তিনটা পাত্রের দিকে ইংগিত করছেন। বলছেন এটা ১৮ সাল, যুদ্ধ। পরেরটা ক্ষুধা, পরেরটা সাহায্য। কিন্তু পরেরগুলোর সাল বলেন নি।
পরেরগুলো বছর কি? কে জানে। তবে ২০ সালের ব্যপারে যদি বলে থাকেন তবে মহামারি বলেন নি। বলেছেন ক্ষুধা। দেশের মানুষ না খেয়ে আছে। ক্ষুধায়। বুঝারও উপায় নেই কে ক্ষুধায়। দান করতে যাবেন তো পুলিশ পিটাবে। শক্তিশালিরা আপনাকে জাপটে ধরে কেড়ে নেবে।
এই বছরটা মহামারির না। রোগের না। কয়জন মরেছে? বছরটা ক্ষুধার।
ইতিহাসে প্রতিটা মহামারির সাথে একটা ধুমকেতু আসার সম্পর্ক আছে। এটা রিলিজিয়ন না, সাইন্স। তাই এতে মানুষের বিশ্বাস আরো পোক্ত হবার কথা। খুজে দেখেন নেটে।
"আচ্ছা এই রমজানে কি ধুমকেতু আসবে?"
দরকার নেই। এখনই ক্ষুধা।