করোনায় ২০ বছরের নিচে কেউ মারা যায় না। কিন্তু বাংলাদেশের প্রথমেই খবর আসে কমপক্ষে চারজন বাচ্চা মেয়ে মারা গিয়েছে ১৩ বছর বয়সের আইসোলেশনে বদ্ধ অবস্থায়।
সবাই মারা গিয়েছে আতংকে, কষ্টে, অনাহারে আর উপেক্ষায়। ১৩ বছরের একটা বাচ্চাকে এক রুমে আটকে রেখে, একা কেউ নেই, না খাওয়া পড়া গোসল, না কথা বলার কেউ। "তুমি অসপৃশ্য", "মারা যাবা"। শেষে দেখা গিয়েছে এদের কারো করোনা ছিলো না। এর পরও প্রত্যেকে মারা গিয়েছে আইসোলেশনে।
আমরা বড়রা এই সব দেখে বড় হয়েছি। জানি কখন কি করতে হবে। বাচ্চারা নতুন পৃথিবী দেখছে। এই সময় এই আতংক।
চারটা খবর। হয়তো আরো আছে।
পঞ্জগড়ে ১৩ বছরের মেয়ে মারা যায় আইসোলেশনে বন্ধি।
https://www.prothomalo.com/bangladesh/article/1649966/
যশোরে ১২ বছরের মেয়ে আইসোলেশনে
https://mzamin.com/article.php?mzamin=219715
সিলেটে ১৬ বছরের মেয়ে
https://www.bd-pratidin.com/chayer-desh/2020/03/31/516132
বগুড়ায় ১৩ বছরের মেয়ে - আইসোলেশন।
https://www.banglanews24.com/national/news/bd/780517.details
সবগুলো মেয়ে। আমাদের জন্য আরেক শিক্ষা। অথচ করোনায় মেয়েরা আরো কম মরে।
আল্লাহ তায়ালা আমাদের এই পাপ থেকে রক্ষা করুন।