Post# 1586437977

9-Apr-2020 7:12 pm


শবে বরাতের ব্যপারে :

হানাফি : সহি হাদিসে আছে।
সালাফি : সহি হাদিসে নেই।

এতটুকু আমার জানার বিষয়। এর পর প্রত্যেকে তার নিজ নিজ মানহাজ-মাজহাব অনুসরন করবে। উপরের দুটোর যে যেটা অনুসরন করে।

সবাই তাই করে। কিন্তু উপরের হানাফি-সালাফি বিভাজনটা প্রথমে অস্বিকার করে সারা দিন ডিটেইলস নিয়ে তর্ক করে। এর পর দিনের শেষে যে যার মানহাজ-মাজহাবই অনুসরন করে।

অনুসরন করাটা -- ভালো।
অনুসরন করার আগের তর্ক -- ফাও।

তাই :

কার মত ঠিক -- এই ব্যপারে আমার কোনো আগ্রহ নেই।
কার মত কি -- এটা শুধু ব্যপার। এটা ঠিক মতো যেন জানি। এখানে জানতে ভুল হলে সমস্যা।

জীবনে লক্ষ তর্ক থেকে বেচে থাকতে পারবেন ইনশাল্লাহ।

জাজাকাল্লাহ।

9-Apr-2020 7:12 pm

Published
9-Apr-2020