মাঝে মালিবাগ রেললাইনের পাশ দিয়ে অফিসে যেতে হতো। ৩০০ গজ পথ, পাশে বস্তি।
সারাদিন রেল লাইনের পাশে চলতো বিভিন্ন ধরনের জুয়ার আসর। এক দিন দেখি এক ছাত্র বলছে আমার মা টাকা দিছিলো পরিক্ষার ফি জমা দিতে এইডা হারাইছি। সে চিল্লাচ্ছে হায় হায়। দাড়ালাম শুনতে। বলে লাইনের উপর বল মেরে একটা চারা ফেলতে পারলে টাকা ডাবল কার সাথে বাজি ধরেছে। ধারনা করেছিলো টাকা ডাবল হলেই তো ফাও জিতলাম।
নোট :
- জুয়া দুনিয়ার বেকলারা খেলে।
টাকা কামাতে হলে কষ্ট করে করে পরিশ্রম করে করে সেই পারিশ্রমিক দিয়ে বানাতে হয়।
বড়লোক হতে হলে কামানো টাকায় কৃপন হয়ে যেতে হবে, প্রতিটা পাই পয়সা জমাতে হবে -- এভাবেই দুনিয়ার বড় লোকেরা বড় লোক হয়েছে।