Post# 1586340899

8-Apr-2020 4:14 pm



সরকারি জুলুম-ভিতির কারনে বাসায় যারা নামাজ পড়ছেন। ওয়াক্ত হবার সাথে সাথে পড়ে নিন। তবে এই সিমার মাঝে সর্বোচ্চ সোয়াব পাবেন ইনশাল্লাহ। ওয়াক্ত হবার আগে বা সংগে সংগে ওজু এবং হবার ১০ মিনিটের মাঝে নামাজ আরম্ভ।

বাসার জামাতে সবাইকে একত্রিত করার জন্য যত দেরি করবেন, পরের ওয়াক্তে সবাই একত্রিত হতে তত আরো বেশি দেরি করবে। নিজের টাইম ঠিক রাখতে হবে। বাকিরা ইনশাল্লাহ ঐ সময়ে চলে আসবে। ঐ টাইম হলো ওয়াক্ত হবার সাথে সাথে।

মোবাইলে নামাজের এপগুলোতে ওয়াক্ত হলে আযান দেয়, সময় দেখায় এরকম আছে। সেগুলো ব্যবহার করতে পারেন।

বাসায় কমপক্ষে একামত দিতে হবে। আল্লাহু আবার ধ্বনি যেন উচ্চারিত হয়।


সরকারি জুলুমে ধর্য্য ধরি। সরকারের বিরোধিতা না করে।

مَنْ أَهَانَ سُلْطَانَ اللَّهِ فِي الأَرْضِ أَهَانَهُ اللَّهُ

যে দুনিয়াতে আল্লাহর সুলতানকে অপমানিত করলো আল্লাহ তাকে অপমানিত করবেন।

গত ৪০ বছর ধরে প্রতি সপ্তাহে জুম্মার খুতবায় ইমাম সাহেব এটা আমাদের স্বরন করিয়ে দিতো। কমন খুতবা সারা দেশে। এখন জুম্মা যেহেতু বন্ধ, নিজেকে নিজে স্বরন করাতে হবে।

এখানে পাবেন হাদিসটা :
https://sunnah.com/tirmidhi/33/67

এটা আমাদের মানহাজি ভাইদের জন্য না। তাদের ভিন্ন ব্যখ্যা আছে।

জাজাকাল্লাহ।

    Comments:
  • // ১নং পয়েন্টেও হানাফিতে আপত্তি থাকতে পারে। ওয়াক্ত হবার সাথে সাথে নামাজ হাম্বলি ফিকাহর নিয়ম। হানাফিতে মাঝে বা এরকম কিছুর ব্যপারে টার্গেট করা হয়। জেনে নিবেন।

    আমার উপদেশ এর পরও ঐটাই। জাজাকাল্লাহ।

8-Apr-2020 4:14 pm

Published
8-Apr-2020