Post# 1586307705

8-Apr-2020 7:01 am


[ পোষ্টটা নিজের জন্য। জায়জ না-জায়েজ, উচিৎ অনুচিৎ নিজে পালন করি। আমাকে বিরক্ত না করি। ]

নিচের হাদিসের শেষ অংশের অনুবাদ।

ওয়ালিদ বলছেন, আমার কাছে কাব রা: এর কথা পৌছেছে যে উনি বলেছেন : "পূর্বদিকে দুর্ভিক্ষ, পশ্চিমে ধংশযজ্ঞ, জাউফে লাল আকাশ আর কিবলাতে এমন মৃত্যু যেটা ছড়ায়" -- এগুলো নিদর্শন।

ধ্বংশযজ্ঞ বলা হয়েছে উল্কাপাতে হবে। আর জাউফ হলো সৌদির মাঝের অংশ যার আকাশ এর আগে লাল হয়ে থাকবে অনেক দিনের জন্য। কিবলায় ছড়ানো মৃত্যু হয়তো মক্কায় মহামারি রোগ। এগুলো হাদিসের প্রথম অংশ থেকে কনটেক্সট।

حدثنا الوليد بن مسلم حدثنا شيخ عن يزيد بن الوليد الخزاعي عن كعب قال علامة انقطاع ملك ولد العباس حمرة تظهر في جو السماء وهذه تكون فيما بين العشر من رمضان إلى خمس عشرة وواهية فيما بين العشرين إلى الرابع والعشرين من رمضان ونجم يطلع من المشرق يضيء كما يضيء القمر ليلة البدر ثم ينعقف قال الوليد وبلغني عن كعب أنه قال قحط في المشرق وواهية في المغرب وحمرة في الجوف وموت فاشي في القبلة

তাহকিক বিহীন হাদিস। এগুলো "জাল যয়িফ হাদিস, প্রচার করবেন না" কথাগুলো আমাকে বার বার বলে লাভ নেই। আমি জানি। বরং আপনি দূরে থাকেন আমার থেকে। ফিতনার সময়।

8-Apr-2020 7:01 am

Published
8-Apr-2020