মালিকের বাঘ, মালিক বললে হালুম হুলুম করবে।
মালিক যখন চুপ করে বসে থাকতে বলবে,
তখন চুপ করে বসে থাকবে। এটাই অধিকাংশ সময়।
সব সময় হালুম হুলুম করলে মালিকের অপছন্দ।
সাহস, বীরত্ব কেবল প্রয়োজনের সময় দেখাতে হয়।
খুব কম সময়, কিন্তু যখন মালিক চান।
সব সময় হালুম হুলুম করলে মালিক অপছন্দ করবে।
আমার অতি আবেগ যেন আমার মালিক ক্ষমা করেন।
যখন উনি চান তখন যেন আমি খুশি মনে সন্তুষ্ট ও চুপ থাকি।
কেবল যখন কিছু করতে বলেন,
তখনই যেন দেরি না করে উঠে দাড়াই।
আমিন।