অন্তরের ওয়াহান :
দ্বিতীয় যেটা বলা হয়েছে : মৃত্যুকে অপছন্দ, কারাহাতিল মাউত।
মৃত্যুকে মানুষ পছন্দ করা আরম্ভ করে আল্লাহর সাথে সাক্ষাতের আগ্রহ প্রচন্ড বেড়ে যাবার পরে।
সাক্ষাতের আগ্রহ আসে বর্তমান গুনাহ কমিয়ে দেয়া আর আগের গুনাহ মাফ হয়ে যাবার পরে। যে যে আমল দ্বারা এটা হয়।
এর জন্য তফসির দেখতে পারেন সুরা কাহাফের শেষ আয়াতের।
"... যে মরিয়া হয়ে আছে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য সে যেন আমলে সালেহ করে, আর তার রবের ইবাদতের সাথে কাউকে শরিক না করে।"
হয়তো একটা কারন আছে যে শেষ যুগের ওয়াহানের সাথে সুরা কাহাফ পড়ার কথা কেন আছে।