ইনশাল্লাহ আজকে আসরের সময় "কিছু জানি না" ভং ধরে দুই তিনটা মসজিদে যাবো। কোথাও নামাজ হলে পড়লাম। না হলে নিচে গ্যরেজে আজান দিয়ে নিয়মিত জামাত চালু করার নিয়ত।
কিছু দিন পরে আজানের শব্দ শুনে ম্যজিস্ট্রেট মোবাইল কোর্ট নিয়ে নিচে এসে টাকা খেতে চাইবে কারন "ঘরে কেন মসজিদ চালু করলাম"। "জামাত করা নিষিদ্ধ জানেন না?" তখন তাদের টাকা খাওয়াতে হবে।
জালেমদেরও বৌ বাচ্চা আছে। তাদেরও খেতে হয় যেহেতু।