অন্তরের ওয়াহান সরানো।
নিজের জন্য। অন্যের ওয়াহান নিয়ে নিজে চিন্তা না করি। কার অন্তরে কি আছে আল্লাহ জানেন। খুব বেশি মুসলিমদের দোষ দেখতে থাকলে আল্লাহ তায়ালা আমাকে ঐ দোষে প্রথমে ফেলে দেবেন।
দুনিয়ার প্রতি ভালোবাসা : হুব্বুদ দুনিয়া।
জান্নাতের কথা আলোচনা করি।
এর স্বপ্ন দেখি।
যারা জান্নাত "চায় না", "চাওয়া উচিৎ না", "আশা করা যায় না", "ঈমানদারদের জান্নাতের জন্য আমল করা উচিৎ না", "উচ্চ স্তরের মু'মিনরা এর দিকে তাকায় না" এই ধরনের কথা বলে তাদের কথা থেকে দূরে থাকি। এ কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলি।
সরাসরি নিজে কোরআন হাদিস পড়ে জেনে নেই উপরের তাদের কথা ঠিক নাকি আল্লাহ আর উনার রাসুল ﷺ অন্য কিছু বলেছেন।
জান্নাতের আশা যত বাড়বে দুনিয়ার আশা তত কমে আসবে।
part 1...cont.
- Comments:
- // কোটেশন দিতে চাইলে যে কোনো দিকে কোটেশন পাবেন। সরাসরি নিজে পড়লে ওভারঅল ভিউ পাবেন। সত্যি কি বলা আছে। এক কোটেশনের বিপরিতে অন্য কোটেশন প্রেজেন্ট করলে নিজের ধ্বংশ।