habibur.com এ বর্নিত হিজরি ক্যলেন্ডারের ব্যপারে।
- এর আগের সকল সরকারের সময় ভারত পাকিস্তান আর বাংলাদেশে একই দিন চাদ দেখা যেতো।
- বর্তমান সরকারের সময় প্রায় প্রতি মাসে ভারতের ১ দিন পরে বাংলাদেশে চাদ দেখা যায়। সৌদির ২ দিন পরে।
- ক্যলেন্ডারটা করা হয়েছে "চাদ দেখার সম্ভাবনার উপর হিসাব করে" সত্যি কবে দেখা গেলো সেই খবর নিয়ে না।
- তাই সব মাসের জন্য এটা একুরেট এমনিতেও কখনো হবে না।
- আর উপরোক্ত ১ম পয়েন্টে দেয়া কারনে ক্যলেন্ডারের তারিখ এখন কলকাতা বাসিদের জন্য প্রায় একুরেট হলেও, বাংলা বাসিরা এর ১ দিন পরে চাদ দেখে।
- বাংলার জন্য এটা আবার ফাইনটিউন করবো কিনা চিন্তা করি নি। কারন দেশের "তরিকত ফেডারেশন" কত দিন থাকে ঠিক নেই। পরে আবার চেইঞ্জ।