Post# 1586103708

5-Apr-2020 10:21 pm


কিছু দিন আগেও যখন কমেন্ট খোলা ছিলো তখন মিম-ভিডিও-গান শেয়ার করতাম। পোলাপান আমাকে নসিহা করার জন্য "আমি তওবা করতে চাই কিন্তু..." বইটার লিংক শেয়ার করতো কমেন্টে। হিকমতের সাথে। যেন পড়ে আমি পাপ থেকে রক্ষা পাই।

আমি পড়তাম না। তর্কও করতাম না। আজকে বইটার পিডিএফ লিংক পেলাম এক জায়গায়, এবং পড়ে দেখলাম। পড়লাম নিজে তৌবা করার জন্য না, বরং আমার পথের সাথে ঐ বইয়ের পার্থক্য দেখার জন্য। এখন এই নিয়তে জ্ঞান অর্জন করা অনুচিৎ, এবং আমার গুনাহ হয়েছে। কিন্তু ....

যা ধারনা করেছিলাম। ঐ পার্থক্যটা পেলাম।

তাই টু পোলাপানস। একদম রুট লেভেলে গেলে হানাফি সালাফি পথ ভিন্ন। যত গভির লেভেল যাবেন এই ভিন্নতাটা দেখবেন।

কিন্তু আমি গভিরে না। একদম উপর থেকে বলি। সালাফিদের মতে আমি কাফের কারন আশারি-আথারি তর্কে আমি দুই পক্ষকেই সঠিক মনে করি। কিন্তু দুই পক্ষকে সঠিক মনে করলে সালাফি মতে এটা কুফর। আপনাকে জিজ্ঞাসা করা হবে এবং আপনাকে স্পষ্ট করে সঠিক উত্তর দিতে হবে "আল্লাহ কোথায়" নয়তো সালাফি মতে সে কাফের। এই প্রশ্নের জবাবে "জানি না" "চিন্তা করি না" বা অন্য কোনো টেকনিক-হেকমত-ইনডাইরেক্ট পথ অনুসরন করে জবাব দিলেও সে কাফের।

এই কুফরের উপর আমি যতক্ষন আছি ততক্ষন গান শেয়ারের পাপের তৌবা আমার কোনো উপকার করবে না। আপনাদের মতে।

জাজাকাল্লাহ।

5-Apr-2020 10:21 pm

Published
5-Apr-2020