মহামারি - মূল হাদিস : মুফতী আবুল হাসান শামসাবাদীর লিখা :
প্লেগ-মহামারি কাফির-বেদ্বীন ও নাফরমানদের জন্য আজাব। কারণ, এর মাধ্যমে তারা তাদের কৃতকর্মের কিছু বদলা দুনিয়াতে পায়।
পক্ষান্তরে প্লেগ-মহামারি মুমিনদের জন্য রহমত। কারণ, এতে তাদের শহীদের ছাওয়াব লাভের সুযোগ হয়।
হাদীস :
عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا أَخْبَرَتْنَا أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الطَّاعُونِ فَأَخْبَرَهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ عَذَابًا يَبْعَثُهُ اللَّهُ عَلَى مَنْ يَشَاءُ فَجَعَلَهُ اللَّهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ فَلَيْسَ مِنْ عَبْدٍ يَقَعُ الطَّاعُونُ فَيَمْكُثُ فِي بَلَدِهِ صَابِرًا يَعْلَمُ أَنَّهُ لَنْ يُصِيبَهُ إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَهُ إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ الشَّهِيدِ
নবীজীর (সাঃ) সহধর্মীণী হযরত আয়িশা সিদ্দীকা (রাঃ) হতে বর্ণিত, তিনি জানিয়েছেন, তিনি রাসূলুল্লাহ (সাঃ)কে প্লেগ-মহামারি সম্পর্কে জিজ্ঞাসা করলেন।
তখন নবী কারীম (সাঃ) তাঁকে জানালেন যে, “প্লেগ-মহামারি একটি আজাব ছিলো যাকে আল্লাহ তা‘আলা স্বীয় বান্দাদের (কাফের-বেদ্বীনদের) মধ্যে যার উপর ইচ্ছা পাঠাতেন।
অতঃপর আল্লাহ তা‘আলা তাকে মুমিনদের জন্য রহমত বানিয়েছেন।
সুতরাং এমন কোন বান্দা যে, তার ওখানে প্লেগ-মহামারির আবির্ভাব হয় আর সে তার সেই এলাকায় থাকে ধৈর্যধারণকারী হয়ে এ ইয়াক্বীন করে যে, আল্লাহ তা‘আলা তার জন্য যা লিখেছেন এটা ছাড়া তার নিকট কিছুই পৌঁছবে না, তাহলে তার জন্য শহীদের ন্যায় ছাওয়াব লাভ হবে।”
(সহীহ বুখারী, হাদীস নং ৫৪০২)