শবে বরাত :
আগামি বৃহস্পতিবার দিবাগত রাতে দেশে শবে বরাত। ৯ তারিখ রাতে।
ভারত পাকিস্তানে আমাদের ১ দিন আগে ৮ তারিখ দিবাগত রাতে।
সৌদি-মধ্যপ্রাচ্যে আমাদের দুই দিন আগে আগামি মঙ্গলবার দিবাগত রাতে। ৭ তারিখ।
অন্যান্য দেশ যেমন আমেরিকা - সিংগাপুরের জন্য টুইটারে খুজে নিন।
আমলের ব্যপারে :
ভাগ্য লিখা হয় - এর দলিল নেই।
ক্ষমা করা হয় - এর দলিল আছে।
গ্রুপ করে ইবাদত না করি। বাংগালি গ্রুপ করা ছাড়া চলতে পারে না। একা কিছু করতে পারে না। না নামাজ, না দোয়া, না জিকির, না চিন্তা, না ইতেকাফ, না ইবাদত। সব কিছু দল করে করতে হয়। এর পর ঠেলা ধাক্কা আরম্ভ হয় এই ঠিক না সেই। এর মাঝে একা কেউ আলাদা হয়ে ভিন্ন কিছু করলে সে আমাদের সাথে বিশ্বাস ঘাতক, পথভ্রষ্ট। হয় তাকে আমাদের সাথে তর্ক করে আমাদের বুঝাতে হবে সে ঠিক। নয়তো তাকে তার আমল থেকে বিরত থাকতে হবে।
একা ইবাদত করি এই রাতে।
একা দোয়া।
একা ডাকা।
একা আল্লাহর কাছে মাফ চাওয়া।
জাজাকাল্লাহ।
ডঃ খন্দকার জাহাঙ্গির স্যারের বয়ান কমেন্টে।