Post# 1586047201

5-Apr-2020 6:40 am


আমল :

মানুষকে গালি দেবো না। সে গালি দিলেও পাল্টা গালি না। সে আমাকে গালি দিলে তার গালির বিপরিতে আল্লাহ তায়ালা আমাকে ভালো কিছু দিয়ে দেবেন দ্রুতই। কিন্তু আমি গালি দিলে, তাকে যা নিয়ে গালি দিলাম সেটায় আল্লাহ তায়ালা আমাকে ফেলে দেবেন। এই জিনিসটা জীবনে বহুবার দেখা। সামান্য বিষয়েও।

এটা নিজের অন্তর নিয়ন্ত্রনের ব্যপার। এক মুহুর্তের অসাবধানতায় সারা জীবনের কষ্ট।

দুনিয়াতে যারা বুজুর্গ হয়েছে তারা গালি খেয়ে খেয়ে হয়েছে। কেউ আক্রমনের বাইরে ছিলেন না। তাদের থেকে উত্তম নবি রসুলগন পর্যন্ত না। এটা থেকে আমার শিক্ষা। আমি তাদের অনুসরন করবো।

আর জনপ্রীয় কিন্তু গালির চর্চা করেছে তাদের পরিনতি হয়েছে ধ্বংশ। আমি তাদের অভ্যাসের অনুসরন করবো না।

"লানত দেয়া সুন্নাহ" "দ্বিনের বিশুদ্ধতা রক্ষার জন্য গালি দেয়া সোয়াবের" "এই জায়গায় গালি দিলে জিহাদের সোয়াব" "অন্য মানুষের দ্বিন রক্ষার জন্য তাকে গালি" -- কথাগুলো যেন আমাকে প্রতারিত না করে।

5-Apr-2020 6:40 am

Published
5-Apr-2020