Post# 1586014753

4-Apr-2020 9:39 pm


আমল - এর ব্যপারে

এখানে মাজহাবগত পার্থক্য আছে। যেমন হানাফি দেওবন্দিদের ক্ষেত্রে স্বপ্ন, ওলি আউলিয়াদের আমল, বিভিন্ন সুফিদের কিতাবে বর্নিত আমল এগুলো গ্রহনযোগ্য।

সালাফিদের ক্ষেত্রে এগুলো বিদআত। এবং সালাফিদের একাংশের মতে বিদআত করলে কুফর।

এজন্য আমি এধরনের আমলে "কেবল হানাফি-দেওবন্দিদের জন্য" লিখে দেই। তর্ক না বাড়ানোর জন্য।

কথা আর টানলাম না। নিজের মত-পথ-শিক্ষা-আদর্শ নিজে অনুসরন করি। তর্ক করতে চাইলে এই শাখাগত ব্যপার না ধরে, বরং একেবারে মূল বিষয়ে গিয়ে তর্ক করি।

নিজের ভালো নিজে বুঝতে হবে।
জাজাকাল্লাহ।

4-Apr-2020 9:39 pm

Published
4-Apr-2020