Post# 1586014217

4-Apr-2020 9:30 pm


আমল - এর ব্যপারে।

যে কোনো দোয়া মুখস্ত করার আগে :

পুরোটা একবারে মুখস্ত করতে পরবেন না। প্রথম দুই লাইন কেবল মুখস্ত করুন।

এটা নিয়মিত পড়ুন। একেবারে মুখস্ত হয়ে গেলে আমলে চলে আসলে অনেক দিন পরে এর পরের দুই লাইন শিখে নিন। এভাবে।

অর্থ বুঝে পড়লে এর লাভটা পাবেন। না বুঝে সুবহানাল্লাহ বললেও সোয়াব। কিন্তু লম্বা দোয়াগুলোর ব্যপারেও এটা খাটবে কিনা জানা নেই।

অর্থ বুঝতে হলে আরবি ভাষাটা কিছু শিখে নিতে হবে। দোয়া কোরআন হাদিস পড়তে পড়তে বুঝতে বুঝতে দেখবেন ইনশাল্লাহ শিখা হয়ে যাবে।

জীবন লম্বা। একদিনে সব আমল করতে পারবেন না।
অল্প অল্প করে এগিয়ে যেতে হবে।

যতদিন আল্লাহ তায়ালা হায়াত রেখেছেন।

4-Apr-2020 9:30 pm

Published
4-Apr-2020