Review : করোনা যা করছি।
- বেপরোয়া না হওয়া। "আমাকে ধরবে না" "মুসলিমদের কিছু হবে না" এরকম না করে বরং সব সময় ভয়ে থাকি।
- ভয়ের কারনে ফরজ-ওয়াজিব ছেড়ে না দেয়া। কম বেশি ভয় যে কোনো সমাজে সব সময় থাকে। কতটুকু ভয়ের কারন থাকলে মসজিদে যাওয়া যাবে না সেটা আলেমরা বহু আগেই বলে দিয়ে গিয়েছেন। হানাফি মাজহাবের কিতাবে এগুলো আছে।
- কিন্তু আমার "বোধের" উপর আরেকজনকে তুলার চেষ্টা না করি। যার যার "তাকওয়া"। সা'দ সাহেবের ভুল ছিলো উনি নিজের তাওয়াক্কুলের উপর নিজ জামাতের সবাইকে চালাচ্ছিলেন। হুকুমতের "আমির" হলে এরকম করা যায়। প্রজাদের উপর আমিরের যেহেতু অধিকার আছে। কিন্তু সা'দ সাহেব, আমি বা আপনি কেউ আসলে "আমির" না। কাজের দায়িত্বে, যেখানে কাজ শেষ তো আমিরও শেষ। আমাদের মসজিদের ইমাম যেমন নামাজের আমির, নামাজ শেষ হওয়া পর্যন্ত।
এটা কনফিউশনের সময়। যে যেটা ভালো মনে করে করুক।
আমি আপনিও জানি না আমাদের কোন স্বিদ্ধান্ত "আসলেই" সঠিক।
আল্লাহর উপর ভরসা রাখা যে উনি ভুলগুলো ক্ষমা করবেন।
পথ দেখাবেন।